বগুড়ার শিবগঞ্জে চাঞ্চাল্যকর পরকীয়া ঘটনায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্বহত্যা ঘটনার রেশ কাটতে না কাটেতইই এবার উপজেলার পল্লীতে পরকীয়ার ঘটনা ফাঁস হওয়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে চাচি-ভাতিজার আত্মহত্যার ঘটনা ঘটেছে । সোমবার দুপুরে বাড়ির পাশে আখক্ষেত থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার গাংনগর মাঝপাড়ার সুবন্ধু দাসের স্ত্রী চৈতী রানী দাস (২৫) ও অমল চন্দ্র দাসের ছেলে ভাতীজা কনক চন্দ্র দাস (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , বেশ কিছুদিন যাবত চাচী চৈতী রানী ও ভাতিজা কনক দাসের মধ্যে পরকীয়া চলে আসছিল। তারা সম্পর্কে চাচী এবং ভাতিজা হওয়ায় গভীর মেলামেশা আত্বিয় স্বজন কিম্বা প্রতিবেশীরা কেউ সন্দেহের চোখে দেখেনি। কিন্তু গত কয়েকদিন আগে দু’জনের গভীর সমপর্ক ও মেলামেশার বিষয়টি জানাজানি হয়। এনিয়ে উভয়ের পরিবার মধ্য ব্যপক কড়াকড়ি বিচার শাসনও করা হয় তাদের।কিন্তু এত কিছুর পরও তাদের মেলামেশা বন্ধ করা যায়নি।
তারই ধারাবাহিকতায় গত রবিবার রাতে চৈতী রানী এবং কনক সকলের অজান্তে বাড়ী থেকে বের হয়ে যায়। সোমবার সকাল থেকে বাড়িতে তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। দুপুরের দিকে বাড়ি থেকে কিছু দূরে আখক্ষেতের মধ্য দু’জনের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী ।পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌছে তাদের দু’জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (সার্বিক) মিজানুর রহমান জানান, খেতে খামারী করে জীবিকা নির্বাহ করে ওই কৃষক পরিবারটি । চৈতীর স্বামী অমল চন্দের পরিবারিক অবস্থা তেমন একটা ভালনা । পাশাপাশি বাড়িতে বসবাস করতো তারা । শেষ খবর পর্যন্ত নিহত দু’জনার লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয় ।