চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মোঃ খায়রুল আনম গতকাল সকাল ১১ টায় উপজেলার সোনালী ব্যাংকের সামনে বাজার হতে বাসায় ফেরার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর মৃত্যুতে অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এম পি আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মাহতাব উদ্দিন সরকার, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলমসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক সমিতি, সূশীল সমাজের ব্যক্তিবর্গ শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসস্তপ্ত পরিবারের কাছে গভীর সমবেদনা জানিয়েছেন। বিকেল ৩ টায় মরহুমের পারিবারিক কবরস্থানে জানাযা শেষে দাফন করা হয়।