বিরলে চলতি মৌসুমে ধান-চাউল-গম সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়। সোমবার সকালে উপজেলা খাদ্য গুদাম চত্ত্বরে ধান-চাউল-গম সংগ্রহের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এ বি এম রওশন কবীর। উপজেলা খাদ্য কর্মকর্তা হামুনুর রহমান জানান, এবার মৌসুমে বিরল খাদ্য গুদামে ২০০ মে.টন ও মঙ্গলপুর খাদ্য গুদামে ১৬৮ মেট্রিক টন। চাউল ৬ হাজার ২৪৬ মে.টন এর মধ্যে বিরলে ৩৯৯৭.১৭০ মে.টন ও গম মোট বিরলে ২৪ মে.টন। তবে ধান কেজি প্রতি দাম ২৬ টাকা, গম প্রতি কেজি প্রতি ২৮ টাকা এবং চাউল প্রতি কেজি ৩৬ টাকা দরে ক্রয় করবে সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব এম আব্দুল লতিফ, মিল মালিক সমিতির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোফাছেল হক ছেলু, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম জুয়েল, উপজেলা খাদ্য কর্মকর্তা হামুনুর রহমান, ওসি এলএসডি আমিরুল ইসলাম, বিশিষ্ট মিলার সাইদুর রহমান প্রমুখ।