রংপুরে ১০০ পিস ইয়াবাসহ শহিদুল ইসলাম (৪৫) নামে একজনকে আটক করেছে ডিবি পুলিশ সোমবার দিবাগত রাত সাডে বারোটার দিকে মিঠাপুকুর উপজেলার শান্তিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শহিদুল উপজেলার মৃত সোলায়মান আলীর ছেলে বলে পুলিশ জানায়।
রংপুর জেলা ডিবি পুলিশের পরিদর্শক শফিকুল ইসলাম বিষযটি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাডেবোরোটার দিকে মিঠাপুকুর উপজেলার শান্তিপাড়া এলাকায় অভিযান চালিযে তাকে হাতেনাতে ১০০ পিস ইযাবাসহ আটক করা হয। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জডিত ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিযন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।