কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বরিশালের ১৫ পুলিশ সদস্যর পরিবারের মাঝে আইজিপি’র দেয়া ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার সকালে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, ডিআইজি’র অনুপস্থিতিতে তার পক্ষে মৃত্যুবরনকারী ১৫ পুলিশ সদস্যর পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দিয়েছেন ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। সূত্রমতে, ২০১৮ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যর পরিবারবর্গকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বার্তাসহ উপহার সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তার দেয়া ঈদ উপহার সামগ্রী নিহত পুলিশ সদস্যর পরিবারের মাঝে তুলে দেয়া হয়েছে। এরমধ্যে বরিশাল জেলার সাতজন, পটুয়াখালী জেলার চারজন, পিরোজপুরের দুইজন, বরগুনার একজন ও ভোলা জেলার একজন নিহত পুলিশ সদস্যর পরিবার এই ঈদ শুভেচ্ছা ও সামগ্রী পেয়েছেন।