রাজধানীর মোহাম্মদপুরে আসাদ গেট এলাকায় আড়ং শোরুমের সামনের সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শহীদুল ইসলাম সাগর নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায় ওই মোটরসাইকেল আরোহীর মাথায় হেলমেট ছিল। ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে গেছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) তারেক জামান জানান,শহীদুলের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। তার গ্রামের বাড়ি বগুড়ার শেরপুরে। সে একটি রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের অধীনে মোটরসাইকেল চালাতেন।