হাইকোর্ট থেকে বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের ৫২ ভেজাল পণ্য বাজার থেকে প্রত্যাহারে অভিযান পরিচালনা করেছে বিএসটিআই। শনিবার দুপুরে রংপুর সিটি বাজারের শতাধিক দোকানে এই অভিযান চালানো হয়। এতে বাজারের ১৬টি দোকান থেকে নি¤œমানের বেশ কিছু ভেজাল পণ্য জব্দ করা হয়।
বাজার থেকে নি¤œমানের ভেজাল পণ্য প্রত্যাহারে হাইকোর্টের নির্দেশের ৯ দিনের মাথায় রংপুরে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। এসময় বিপুল পরিমাণ প্রাণের লাচ্ছা সেমাই, মোল্লা সল্টের আয়োডিনযুক্ত লবণ, সান ব্রান্ডের চিপস, প্রাণ ব্রান্ডের কারী পাউডার, এসিআই’র আয়োডিনযুক্ত লবণ, ড্যানিশের গুড়া হলুদ জব্দ করা হয়।
অভিযান প্রসঙ্গে বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মোঃ দেলোয়ার হোসেন বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশে অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করছি। নামিদামি প্রতিষ্ঠানের ৫২টি ভেজাল পণ্য দ্রুত বাজার থেকে প্রত্যাহারে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।
অন্যদিকে বিএসটিআই’র পরিদর্শক অনিমেষ মজুমদার জানান, হাইকোর্ট এসব পণ্য নষ্ট করে ফেলতে এবং তৃতীয় কারও হাতে যেন না যায়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে এসব খাদ্যপণ্য বিক্রি ও সরবরাহে জড়িতদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে।
অভিযানের সময় বিএসটিআই’র ফিল্ড অফিসার মেজবাহ-উল-হাসান, পরিদর্শক মিঠুন করিবাজ ও আহমেদ হোসেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ এর উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন ও সিটি বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক রাকিবুল হায়দার রানা সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, গত ১১ মে রোববার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ বাজার থেকে নি¤œমানের ভেজাল ৫২টি পণ্য প্রত্যাহারে এ আদেশ দেন। ২০ মে’র মধ্যে এসব পণ্য প্রত্যাহার করার নির্দেশ দিয়ে আদালত বলছেন, এসব পণ্য নষ্ট করে ফেলতে হবে যাতে তৃতীয় কারও হাতে না যায়।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সম্প্রতি ২৭ ধরনের ৪০৬টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে। এর মধ্যে ৩১৩টি পণ্যের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সেখানে বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের ৫২টি নিম্নমানের ও ভেজাল পণ্য রয়েছে। এর আগে ২ মে বাণিজ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করে বিএসটিআই।