আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের সোহেল হাওলাদারের পাঁচ বছরের শিশু পুত্র সিয়াম বাদাম বোঝাই টমটমের চাপায় নিহত হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার সকালে দফাদার ব্রীজ এলাকায়।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের সোহেল হাওলাদারের শিশু পুত্র সিয়াম বাড়ীর পাশে দফাদার ব্রীজ এলাকার ওয়াবদার ঢালে দাড়িয়ে ছিল। ওই ওয়াবদার ঢাল বেয়ে বাদাম বোঝাই একটি টমটম উঠতেছিল। ঢালের অর্ধেক পথে গিয়ে টমটমের মেশিন বন্ধ হয়ে যায়। এতে ওই টমটম পিছনে নেমে গিয়ে শিশু সিয়ামের উপরে ওঠে যায়। এতে শিশু সিয়াম গুরুতর আহত হয়। দ্রুত স্বজনরা শিশুটিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আমতলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজড়া বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।