গাজীপুরের কাপাসিয়ায় প্রিটি অটো ব্রিকস লিমিটেডের প্রচার বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে রোববার দুপুরে সুমন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সুমন টোকনগর পূবাইল গ্রামের সুলতান উদ্দিনের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বীর উজলী বাজারের রাস্তার পাশে একটি দু’তলা ভবনের উপরে প্রিটি অটো ব্রিকস লি: এর বিলবোর্ড লাগানোর সময় পাশের ১১ হাজার কেভিএ বিদ্যুৎ লাইনে শর্টখেয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
টোক পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোঃ বছির উদ্দিন ঘটনার সত্যতা স্বিকার করেন এবং শ্রমিকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।