বাগেরহাটের চিতলমারী উপজেলার আমবাড়ি গ্রামে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাঁচটি বসতঘরে ব্যাপক ভাংচুর ও লুঠতরাজ হয়েছে। এই হামলায় আহত হয়েছে দুই নারীসহ সাতজন। তাদের মধ্যে পাঁচজনকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলায় প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান। মধ্যরাতে গ্রামের বসতবাড়িগুলোয় হামলার এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ মোতায়েন রয়েছে। থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে শাহ আলম (৩০) আটক হয়েছে। বসতঘরগুলো ভেঙ্গে হামলাকারীরা উল্টে ফেলেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
হামলায় আহতরা হলেন, ডোবাতলা গ্রামের আবুল কাশেমের পুত্র বেল্লাল মোল্লা (৪৫), রাজ্জাক সরদারের পুত্র আজিম সরদার (৩৫), সৈয়দ আলীর পুত্র জিহাদ সরদার (৩৫), এশারাতের পুত্র লিটন সরদার (৩০), আজিম সরদারের স্ত্রী নাসিমা বেগম (২৯), মোদাচ্ছেরের পুত্র আফজাল মোল্লা (৬৫) এবং আফজালের স্ত্রী লিয়ান বেগম (৬৫)।
ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মধ্যরাতে এই হামলা ও লুঠতরাজের ঘটনা ঘটিয়েছে আউয়ালের ছেলে আসাদ শেখসহ তার লোকজন। আসামীদের আটকের চেষ্টা চলছে।’