সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুর-এর উদ্যোগে রংপুর প্রেসক্লাব সম্মেলন কক্ষে সনাক ও রংপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে ‘প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সমন্বয় সভার রোববার দুপুরে আয়োজন করা হয়। সনাক সভাপতি মোশফেকা রাজ্জাক-এর সভাপতিত্বে এবং সনাক সদস্য ড. শাশ^ত ভট্টাচার্যের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।সভায় রংপুর প্রেসক্লাব সভাপতি ও সনাক সদস্য সদরুল আলম দুলু স্বাগত বক্তব্যে বলেন, সনাক-টিআইবি’র একার পক্ষে দুর্নীতিবিরোধী আন্দোলনে সফল হওয়া সম্ভব নয় এজন্য বিশেষভাবে গণমাধ্যম সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষকে সচেতন করে তোলা। তিনি জনমত সৃষ্টির মাধ্যমে সকলে মিলে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জনান। এরপর স্থানীয় পর্যায়ের টিআইবি ও সনাকের শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার ও জলবায়ু অর্থায়নে সুশাসন এ চারটি খাতসহ দুর্নীতি প্রতিরোধে অন্যান্য কার্যক্রমের সারসংক্ষেপ উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: আলমগীর কবির। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীবৃন্দ তাদের বিভিন্ন মতামত, পরামর্শ ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় দৈনিক করতোয়ার প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পী, এটিএন বাংলা ও এটিএন নিউজ প্রতিনিধি মাহবুবুল ইসলাম, দৈনিক জাগরণ এর স্টাফ রিপোর্টার মানিক সরকার মানিক, দৈনিক যুগের আলোর ফটোসাংবাদিক আসাদুজ্জামান আফজাল, প্রতিদিনের বার্তা এর মোহাম্মদ নুরুজ্জামান, আলোকিত বাংলাদেশ এর ব্যুরো চীফ আব্দুর রহমান মিন্টু, চ্যানেল আই-এর প্রতিনিধি মেরিনা লাভলী প্রমূখ, সনাক সদস্য প্রফেসর মোহাম্মদ শাহ আলম প্রমূখ বক্তব্য রাখেন। সভায় সাংবাদিকগণ টিআইবি-সনাকের কাজের সাথে তাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করে দুর্নীতিবিরোধী এ আন্দোলনকে আরো কার্যকর করতে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সাথে বেশ কিছু দাবী ও সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- টিআইবি-সনাক, রংপুরের ইতিবাচক কাজের তথ্য ও ফলাফল গণমাধ্যমকে নিয়মিতভাবে অবহিত করা, বিভিন্ন কর্মসূচির সংবাদ সকল গণমাধ্যমে প্রদান করা, স্থানীয় সরকার খাতে আরো সুনির্দিষ্ট বেশ কিছু সামাজিক নিরাপত্তা বেষ্টণীর তালিকা প্রণয়নে অনিয়ম সংক্রান্ত প্রতিবেদন তৈরী ও প্রচার, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর অনিয়ম নিয়ে আরো জোড়ালো আন্দোলন গড়ে তোলা সেক্ষেত্রে সাংবাদিক ও নাগরিকদের সাথে নেওয়া, নির্বাচিত প্রতিষ্ঠান ও খাতের সংখ্যা বাড়ানোসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ ও মতামত তুলে ধরেন। অন্যদিকে সনাক-টিআইবির পক্ষ থেকে সাংবাদিকদের প্রতি সকল ক্ষেত্রে স্বাধীনভাবে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি তুলে ধরা এবং অনুসন্ধানী সাংবাদিকতার প্রতি গুরুত্ব প্রদানের জন্য বিশেষভাবে আহ্বাবন জানানো হয়। সভায় সভাপতির বক্তব্যে মোশফেকা রাজ্জাক টিআইবি-সনাকের দুর্নীবিরোধী সামাজিক আন্দোলনে গণমাধ্যম ব্যক্তিবর্গকে অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অনিয়ম ও দুর্নীতিরোধে গণমাধ্যম যেন আরো সক্রিয় ভূমিকা পালন করেন তার জন্য সনাকের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানান। একই সাথে সনাক-এর কাজের ক্ষেত্রে যে পরামর্শগুলো পাওয়া গেলো সেগুলো আগামীতে গুরুত্বের সাথে বিবেচনা করার ইচ্ছা ব্যক্ত করেন। তিনি ভবিষ্যতে সফলভাবে কার্যক্রম পরিচালনার জন্য গণমাধ্যমের কাছে আরো সহযোগিতা প্রত্যাশা করেন।উক্ত সভায় রংপুরের বিভিন্ন পত্রিকা, টেলিভিশন, অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, সনাক ও ইয়েস গ্রুপের এর অন্যান্য সদস্যবৃন্দ এবং টিআইবি’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।