লক্ষ্মীপুরে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। রোববার সকালে জেলা খঅদ্য গুদামে এ কর্মসুচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর রিদোয়ান আরমান শাকিল।
এ কমৃসুচির সভাপতিত্বে করেন সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মো. রামীম পাঠান। এ সময় জেলা ও সদর উপজেলা খাদ্য কর্মকর্তাসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
জেলার ৫টি উপজেলায় কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে ৮৫৩ মেট্রিক টন ধান। প্রতিকেজি ধান ২৬ টাকা দরে মণপ্রতি কৃষককে দেওয়া হচ্ছে এক হাজার ৪০ টাকা। ধানের ন্যায্যমূল্য পেয়ে কিছুটা হলেও খুশি কৃষক।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর রিদোয়ান আরমান শাকিল বলেন, সরকারীভাবে প্রকৃত কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি মণ ১০৪০ টাকা দরে ধান সংগ্রহ করা অভিযান শুরু হয়েছে। এর মাধ্যমে প্রকৃত কৃষকরা কিছুটা হলেও তাদের লোকসান কমে আসবে। যতক্ষন পর্যন্ত ধান সংগ্রহ না হবে,ততক্ষন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।