স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার বন্ধনে রংপুর এর উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ইফতার সামগ্রী কার্যক্রম অব্যাহত রয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে এগারতম দিনে গতকাল শনিবার বিকেলে নগরীর খেরবাড়ী এলাকায় সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরন করা হয়।
মানবতার বন্ধনে রংপুর সংগঠনের সাধারন সম্পাদক ও রংপুর মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক সুশান্ত ভৌমিক এই ইফতার সামগ্রী সুবিধা বঞ্চিত মানুষের হাতে তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর বাবলা, তাজহাট মেট্রোপলিটন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, মানবতার বন্ধনে রংপুরের সহ-সভাপতি ও বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির সভাপতি আব্দুল মজিদ খোকন, রংপুর মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সম্পাদক আরিফ হোসেন টিটো, কুটুমবাড়ী রেস্তোরার সত্বাধিকারী আনোয়ার হোসেন বিপু প্রমুখ।
ইফতার সামগ্রী বিতরনকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ তাজহাট থানার পুলিশ কর্মকর্তা, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি রংপুরের কর্মকর্তা এবং কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
গতকাল শনিবার নগরীর কুটুমবাড়ী রেস্তোরার সৌজন্যে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরন করা হয়। আজ রবিবার নগরীর ধাপ কেল্লাবন্দ এতিম খানার এতিম শিশুদের মধ্যে ইফতার সামগ্রী বিতরন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ বিপিএম।