রংপুর মহানগরীর ১৭নং ওয়ার্ডে বৈদ্যুতিক খুটি ও বাতি স্থাপন বিষয়ক এক সংবাদ সম্মেলন বৃহস্পতিবার ডেমক্রেসি ইন্টারন্যাশনাল রংপুর এর সেন্ট্রাল রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ডেমক্রেসি ইন্টারন্যাশনাল রংপুর আয়োজিত সংবাদ সম্মেলনে লেখিত বক্তব্য পাঠ করেন ডেমক্রেসি ইন্টারন্যাশনাল রংপুরের রাজনৈতিক ফেলো ও রংপুর মহানগর জাতীয় মহিলা পার্টির সদস্য সচিব জোসনা বেগম। তিনি তার লেখিত বক্তব্যে বলেন, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা দীর্ঘদিন ধরে নাগরিক সুবিধা বাড়ানোসহ সিটি এলাকাকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষে নিরলসভাবে কাজ করে আসছে। জাতীয় পার্টি এবং ডেমক্রেসি ইন্টারন্যাশনাল রংপুরের রাজনৈতিক ফেলো হিসেবে তার এই মহৎ উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছুদিন ধরে জনসচেতনতা বৃদ্ধিতে আমি কাজ করছি। এরই ধারাবাহিকতায় রংপুর মহানগরীর ১৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুটি ও বাতির প্রয়োজন দেখা দিলে আমি অত্র এলাকার জনসাধারনের মতামত নিয়ে বিষয়টির স্বপক্ষেগণ স্বাক্ষর অভিযান পরিচালনা করি এবং মেয়র ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর এর দৃষ্টি আকর্ষণ করি।
উল্লেখ্য বাঁশের খুটি ব্যবহার ঝুকিপূর্ণ এবং বাতি না থাকায় চুরি ছিনতাই দিন দিন বৃদ্ধি পাচ্ছিলো। যা নাগরিকদের জীবন যাপন এ বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করছিল।
তিনি বলেন, বিষয়টি সমাধানের জন্য প্রায় ৩শতাধিক ব্যক্তির স্বাক্ষরসহ একটি আবেদনপত্র রংপুর সিটি করপোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার নিকট দাখিল করি। এই প্রেক্ষিতে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা বিষয়টি দ্রুত সমাধনের প্রতিশ্রুতি দেন এবং অত্র ওয়ার্ডেও পার্বতীপুর, মাষ্টারপাড়া ও সবুজপাড়ায় বৈদ্যুতিক খুটি স্থাপন কাজ শুরু করেন এবং পর্যায়ক্রমে পুরো ওয়ার্ডে তার সম্পন্ন হবে। দ্রুত সময়ে বৈদ্যুতিক খুটি ও বাতি স্থাপনের কাজ শুরু করার জন্য রংপুর সিটি করপোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গফ্ফারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃর্তজ্ঞতা প্রকাশ করেন।