বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন আয়োজিত বৃহত্তর রংপুর এর বিভিন্ন জেলা থেকে হাজার বিড়ি শ্রমিকদের এক বিশাল শ্রমিক জনসভা রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোসেশন এর মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মোঃ আমন উদ্দিন বি.এস.সি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাসনাত লাভলু, প্রচার সম্পাদক মোঃ শামিম ইসলাম। আরো বক্তব্য রাখেন মোঃ আমিরুল ইসলাম, মোঃ মোজাফ্ফর হোসেন, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ জামিল আখতার, মোঃ আফজাল হোসেন, মোঃ গোলাপ হোসেন, মোঃ হামিদার রহমান, মোঃ জাহাঙ্গীর আলম ও প্রমুখ শ্রমিক নেতৃবৃন্দ।
শ্রমিক নেতৃবৃন্দ দাবী করেন ২০ লক্ষ বিড়ি শ্রমিকের জীবন-জীবিকা ও কর্মসংস্থান রক্ষায় বিড়ি থেকে বর্ধিত ট্যাক্স প্রত্যাহার করে প্রতি হাজার বিড়ি তৈরীর মজুরী ১০০/- টাকা করা ও ভারতের ন্যায় প্রতি হাজার বিড়ির ট্যাক্স ১৪/- হারে নির্ধরণ করার দাবি জানান। পাশ্ববর্তী দেশের ন্যায় সরকার কর্তৃক সকল শ্রমিকদের সুযোগ সুবিধা দিতে হবে। ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানীর ষড়যন্ত্র বন্ধ করতে হবে। সরকারি আমলাদের বিট্রিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানীর পরিচালক হতে পারবে না। প্রতি সপ্তাহে ৬ দিন কাজের ব্যবন্থা করার দাবি জানান।