জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে কারমাইকেল কলেজ ছাত্রলীগ। শুক্রবার দিবসটি উপলক্ষে কলেজ মসজিদে মাগরিব নামাজ বাদ শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে কারমাইকেল কলেজ ছাত্রলীগ এর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ ছাত্রলীগ সভাপতি সাইদুজ্জামান সিজার, সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ, সহ-সভাপতি লাবিব, শিহাদ যুগ্ম সাধারণ সম্পাদক সাকির হোসেন সাদ্দাম, মিন্টু মিয়া, ফিরোজ হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আকিমুল ইসলাম, কাওসার, তানজিরুল ইসলাম, হিমেল দপ্তর সম্পাদক নাইচ, উপ-দপ্তর সম্পাদক নুর ইসলাম কলেজ ছাত্রলীগ নেতা লিওন, সোহেল, মুকুল, হেলাল, ইমরান, আলম, রোমান,প্রমুখ।
এসময় কারমাইকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুজ্জামান সিজার বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাঙালি জাতির জন্য খুবই অর্থবহ। কারণ ১৯৮১ সালের ১৭ মে তিনি (শেখ হাসিনা) স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন বলেই স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। জাতির পিতার সোনার বাংলা আমরা ফিরে পেয়েছি। জাতিকে নতুন করে জেগে ওঠার সাহস ও প্রেরণা যুগিয়েছে।