রংপুর র্যাব ১৩ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেছেন, মাদকের চেয়েও ভয়াবহ ভেজাল খাবার । সকল খাবারেই ক্যামিকাল ব্যবহার করা হচ্ছে। এসব রোধে প্রতিনিয়ত অভিযান অব্যাহত রয়েছে। এলোপ্যাথিক চিকিৎসায় পাশ্বপ্রতিক্রিয়া থাকায় চিকিৎসকদের ব্যবস্থাপত্র ছাড়া এটি সেবন করা ঠিক নয়। বর্তমানে ইউনানী ও আয়ুর্বেদীয় চিকিৎসার প্রসারতা বেড়েছে। ইউনানী ও আয়ুর্বেদীয় কলেজ থেকে যেসব চিকিৎসকরা বের হচ্ছেন তাদের সম্ভব হলে সকল সরকারী হাসপাতালে নিয়োগ দেয়া যেতে পারে। আজ শনিবার বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন রংপুর জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের জেলা সভাপতি হাকীম মোকছেদুল আলমের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতা মোহাম্মদ এনামুল হক বাবু বিশ্বাস, রংপুরের ঔষধ তত্বাবধায়ক তৌহিদুল ইসলাম, বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদ বোর্ড সদস্য কবিরাজ ওয়ালিউল্লাহ প্রামাণিক, রংপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সৈয়দা শাহানা সুলতানা মালা, বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন রংপুর জেলা শাখার সম্পাদক হাকিম তৌশিকুল আলম মুকুল, ইউনানী চিকিৎসক ডা. একেএম মাহাবুবুল আলম প্রমুখ। পরে দেশ জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওঃ হাকিম সায়েদ আহমেদ।