বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সংগঠনের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য আনোয়ার হোসেন রানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বকুল হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক জুলফিকার আলী ভূট্রো, দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক নূরু মোহাম্মদ বাদশা, সাহিত্য বিষয়ক সম্পাদক মহাসিন আলী সরকার, কার্যনিবাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক নাজির হোসেন, সদস্য আকতার হোসেন দুলাল, আব্দুল হাকিম, মাছুদুর রহমান, সাখাওয়াত হোসেন হানিফ প্রমূখ। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়াঁ করা হয়।