লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা-৩১৫-বি-৪ এর জেলা গর্ভনর লায়ন কামরুন মালেক বলেছেন, তরুণ নারী উদ্যোক্তাদের আয়োজন দেখে আমি সত্যিই খুশি। দীর্ঘ সময় ধরে উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছি। নারী উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করে যাচ্ছি। এই প্রথম দেখছি মেলায় নারী-পুরুষ-বাচ্চাদের পোশাকের সমাহার। চিটাগাং উইম্যান চেম্বারের ডিরেক্টর মোস্তারী মোর্শেদ স্মৃতির এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে নারী উদ্যোক্তারা অনুপ্রাণিত হবেন। এখন আর নারীরা ঘরে বসে নেই। আর্র্থ সামাজিক উন্নয়নে নারী পুরুষ কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করতে হবে। তাহলে সমাজটা বদলে যাবে।
শুক্রবার রাতে নগরীর হোটেল পেনিনসুলার ডালিয়া হলে ওয়েকআপ গার্লস’র ৩দিন ব্যাপী ঈদ মেলার দ্বিতীয় দিনের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে লায়ন কামরুন মালেক এসব কথা বলেছেন। এসময় রাইজিং স্টারের প্রতিষ্ঠাতা সাংবাদিক ইলিয়াছ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়েকআপ গার্লস’র এডমিন ও চিটাগাং উইম্যান চেম্বারের ডিরেক্টর মোস্তারী মোর্শেদ স্মৃতি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা-৩১৫-বি৪ প্রথম ভাইস জেলা গর্ভনর লায়ন ডাঃ সুকান্ত ভট্টাচার্য, ২য় ভাইস জেলা গর্ভনর লায়ন সাদাত দোভাষ, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন অশেষ কুমার উকিল। উপস্থিত ছিলেন রংতুলীর কর্ণদ্বার মোর্শেদা পারভীন বৃষ্টি। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব এ্যামিয়েবল রোজ গার্ডেনের জেনারেল সেক্রেটারী ডিজাইনার সায়মা সুলতানা ও ওয়েকআপ গার্লস’র রাশেদ বেগম শিমু।