শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের শাহওয়ালী উল্লাহ ইনস্টিটিউটে বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম. এ ছফা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম কলেজের অধ্যাপক মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি এবং শিক্ষক কর্মচারী ঐক্যজোট চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ নাজেমুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও মোঃ সাইফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন ফারমজিলা ফুডস লিমিটেডের চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম চৌধুরী।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- বাকশিস চট্টগ্রাম জেলা সচিব অধ্যাপক মুহাম্মদ ওসমান গণি, বাশিস চট্টগ্রাম আঞ্চলিক শাখার সহ-সভাপতি গোলাম রহমান, আবদুচ সাত্তার মজুমদার, উত্তর জেলা সভাপতি মোঃ মোস্তফা দক্ষিণ জেলা সচিব আবদুল হান্নান, মুহম্মদ মহিউদ্দিন, মোঃ নজরুল ইসলাম, মো: আবু তাহের, মুমিন হাজারী, গোলাম মহিউদ্দিন, মোঃ আবদুল মাবুদ, এস.এম বেলাল উদ্দিন শেলী, মোঃ জাহাঙ্গীর হোসেন, মুহাম্মদ মুজিবুর রহমান, খোরশেদ আলম, মুনিরুল আনোয়ার, মোঃ মোজাহেরুল ইসলাম, মোঃ আক্কাস উদদীন, নুরুল মোমেন ও মোঃ শাহজাহান প্রমুখ। উক্ত সভায় বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন, শিক্ষকদের সামাজিক মর্যাদা রক্ষা, চাকরির নিরাপত্তা বিধান এবং আর্থিক স্বচ্ছলতার প্রয়োজনে বে-সরকারী শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়তকরণের জন্য ও আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই পূর্ণাঙ্গ ঈদ বোনাস প্রদান করতে হবে। শিক্ষকদের নিয়ে একটি মহল তামাশা করছে। এটা দুঃখজনক ঘটনা। আমরা উপরোক্ত বিষয়ে সরকারের নিকট জোরালো দাবী জানাচ্ছি।