বগুড়ায় টানটান উত্তেজনার মধ্য জেলা বিএনপির নব গঠিত আহবায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকেলে শহরের নবাববাড়ী সড়কের দলীয় কার্যলয়ে কমিটির আহবায়ক ও সাবেক এমপি জিএম সিরাজ দলীয় নেতা কর্মিদের উদ্দেশ্য আনুষ্ঠানিক ঘোষনায় বলেছেন , সম্পুর্ন গনতান্ত্রিক পন্থায় আগামী ৬ মাসের মধ্যে বগুড়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে । তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন কাউকে বাদ দিয়ে নয় এক্ষেত্রে নতুন ও পুরাতন কমিটির সবাইকে সাথে নিয়েই কাজ করা হবে ।
তিনি বলেন, এই মুহুর্তে সবচেয়ে জরুরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি । দেশ নেত্রীর কারামুক্তির জন্য আপোষ নয় , দরকার সংগ্রাম আন্দোলন । আর এই আন্দোলন ও সংগামের সুচনা করতে হবে বগুড়া থেকেই । পুর্বঘোষিত কর্মসুচি অনুযায়ি তিনি বিকেল ৪ টার দিকে নব গঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতা কর্মিকে সাথে নিয়ে দলীয় কার্যালয়ে আসেন এবং সবার সাথে কুশল বিনিময় করেন । এসময় তার সাথে ছিলেন এ্যাডভোকেট মাহবুবুর রহমান, ফজলুল বারী তালুকদার বেলাল , রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেলাল , আহসানুল তৈয়্যব জাকির , উমর ফারুক খান , শেখ তাহা উদ্দিন নাহিন, মতিয়ার রহমান মতি , যুবদল নেতা খাইরুল বাসার প্রমুখ ।
পরে তিনি জেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া পার্সন ও ও দলীয় কর্মিদের সাথে পৃথক ভাবে মত বিনিময় করেন ।
উল্লেখ্য ,গত কয়েক দিন যাবত বগুড়ায় জেলা বিএনপির কমিটি পাল্টা কমিটি এবং কেন্দ্র ঘোষিত কমিটি নিয়ে টানটান উত্তেজনা দলীয় কার্যলয়ে তালা ভাংচুর ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । তবে গতকাল শুক্রবার বিকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনায় ছাড়াই কেন্দ্র ঘোষিত আহবায়ক কমিটি তাদের প্রথম দিনের সাধারন সভা অনুষ্ঠিত করতে সক্ষম হয় । এসময় শহরের বিভিন্ন স্থানে জেলা পুলিশ কঠোর অবস্থান নিয়ে থাকে ।