বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা হাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ায় যাত্রীরা ভোগান্তির শিকার হয়।
জানা যায়, শুক্রবার উপজেলার রনবাঘা হাটে ইজারদার গরু, মহিষ, ছাগল প্রতি ২০০ থেকে ২৫০ টাকা অতিরিক্ত টোল আদায় শুরু করে। বিষয়টি নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করলে ইজারাদার তোয়্ক্কাা না করে অতিরিক্ত টোল আদায় অব্যাহত রাখে। এরপর দুপুর আড়াই টা থেকে তিনটা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা রণবাঘা বাসষ্ট্যান্ডে বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। রণবাঘা হাট ইজারদারের ম্যানেজার মিজানুর রহমান বলেন, হাটে অতিরিক্ত টোল আদায় করা হয়নি। সরকারি নিয়মেই টোল আদায় করা হচ্ছে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, সড়ক অবরোধ অবৈধ। তবে এরপরে কেউ সড়ক অবরোধ করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার বলেন, রণবাঘা হাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে জানা নেই। তবে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে কেউ অভিযোগ করে তাহলে ইজারদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।