বিগত ২০১৮ সালের ৭ মার্চ দুদকের প্রধান কার্যালয়ে সম্পদের তথ্য বিবরণী দেন দেলোয়ার হোসেন। এতে ১ কোটি ৯৭ লাখ ৪০ হাজার ৬শ’৩৫ টাকার স্থাবর সম্পদ অর্জনের তথ্য দেন তিনি। এরপর কিন্তু দুদকের অনুসন্ধানে ৫ কোটি ৩৪ লাখ ১ হাজার ১শ’৩৮ হাজার টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। ওদিকে একই তারিখে ছেমন আরা বেগমের সম্পদ বিবরণীতে ১ কোটি ১৮ লাখ ৪৭ হাজার টাকার সম্পদের তথ্য দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে দুদকের অনুসন্ধানে ২ কোটি ৬৫ লাখ ৩৪ হাজার ২শ’৪৬ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। এরপর গত ১২ মে মো. দেলোয়ার হোসেন ও তার স্ত্রী ছেমন আরা বেগমের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুদক প্রধান কার্যালয়।
অনুসন্ধানে জানাগেছে, চট্টগ্রামের আর এফ বিল্ডার্স এবং আর এফ প্রপার্টিজ লিমিটেডের মালিক মো. দেলোয়ার হোসেন ও তার স্ত্রী ছেমন আরা বেগমের বিরুদ্ধে ঢাকার রমনা মডেল থানায় উক্ত অভিযোগে পৃথক দুইটি মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৬ মে দুদক আইনে দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন বাদী হয়ে এসব মামলা করেন । উক্ত পৃথক মামলায় আর এফ বিল্ডার্স এবং আর এফ প্রপার্টিজ লিমিটেডের মালিক মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ৫ কোটি ৩৪ লাখ ১ হাজার ১শ’৩৮ হাজার টাকার দুর্নীতি এবং তার স্ত্রী আর এফ বিল্ডার্স ও আর এফ প্রপার্টিজ লিমিটেডের পরিচালক ছেমন আরা বেগমের বিরুদ্ধে ২ কোটি ৬৫ লাখ ৩৪ হাজার ২শ’৪৬ টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনও। মামলার আসামি মো. দেলোয়ার হোসেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম গাটিয়া ডেংগা এলাকার এয়াজর রহমানের ছেলে ও অপর আসামি ছেমন আরা বেগম দেলোয়ার হোসেনের স্ত্রী।