বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল মুরাদপুরস্থ হোটেল জামানে অনুষ্ঠিত হয়। এসময় মাওলানা শিব্বির আহমদ ওসমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ। এতে মহানগর সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সচিব কাজী সোলাইমান চৌধুরী, সহ-অর্থ সচিব সৈয়দ মুহাম্মদ হোসেন, প্রচার সচিব মাওলানা রেজাউল করিম তালুকদার, আইন সচিব এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সচিব আবদুর রহিম, সহকারী দপ্তর সচিব ইঞ্জিনিয়ার নূর হোসাইন, কেন্দ্রীয় সদস্য মাস্টার আবুল হোসেন, জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াকুব, উত্তর জেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম-সম্পাদক এনামুল হক সিদ্দীকী ও কেন্দ্রীয় যুবসেনা সেক্রেটারি সৈয়দ মুহাম্মদ আবু আজম।
নগর নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আবু নাসের তৈয়্যব আলী, জায়নুল আলম, ফজলুল করিম তালুকদার, মাওলানা আবদুন নবী আলকাদেরী, নবী হোসেন, শফিউল আলম, মাওলানা সোহাইল আনসারী, আবদুল করিম সেলিম, মুহাম্মদ শাহজাহান, মাওলানা গোলাম কিবরিয়া, ইসমাঈল হোসাইন, কাজী খালেদুর রহমান হাশেমী, আবদুর রহিম, আহমদ শাহ আলমগীর, মহানগর উত্তর যুবসেনার সাধারণ সম্পাদক হাবিবুল মোস্তফা সিদ্দিকী ও ছাত্রসেনার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ তাঁর বক্তব্যে বলেন, মাহে রমজানের রোজা মানুষের আত্মাকে ভোগবাদ মুক্ত পরিশুদ্ধ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, হানাহানি ও আত্ম-অহংকারবোধ ভুলে গিয়ে সুখী, সুন্দর ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠার মাসই হলো মাহে রমজান। উম্মতে মুহাম্মদীর নৈতিক চরিত্র উন্নত করে সাহাবায়ে কিরামের মতো আদর্শ জীবন গঠন করার প্রশিক্ষণ এ মাসেই গ্রহণ করতে হয়।