পাবনার সুজানগরে পোলট্রি শিল্পে ধস নেমেছে। ফলে এ শিল্পের প্রতি আগ্রহ হারাচ্ছেন উপজেলার পোলট্রি খামারীরা।
উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, গত ১০/১২ বছর আগে সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে ৬০টি পোলট্রি মুরগীর ফার্ম বা খামার ছিল। এলাকার শিক্ষিত বেকার যুবকদের পাশপাশি কিছু কর্মঠ তথা উদ্যোমী যুবক ওই খামার গড়ে তোলেন। কিন্তু প্রতি বছর ২/৪টি করে কমতে কমতে বর্তমানে ওই খামারের সংখ্যা দাঁড়িছে ৪০টিতে। ভুক্তভোগী খামারী আব্দুল হালিম বিশ্বাস জানায়, শুরুর দিকে মুরগীর খাবারসহ অন্যান্য উপকরণের দাম বেশ কম ছিল। পাশা-পাশি ওই সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পোলট্রি খামারীদের ঋণ সুবিধা দেওয়াসহ নানাভাবে পৃষ্ঠপোষকতা করতেন। তাছাড়া ওই সময় বাজারে মুরগীর বাচ্চা, ডিম এবং বড় মুরগীর দামও বেশ ভাল ছিল। ফলে তখন খামারীরা বেশ আগ্রহের সাথে পোলট্রি খামার গড়ে তোলেন। কিন্তু বর্তমানে মুরগীর খামার প্রতিষ্ঠা সংক্রান্ত উপকরণের দাম বৃদ্ধি পেলেও বাজারে সেই হিসাবে মুরগীর বাচ্চা, ডিম এবং বড় মুরগীর দাম বৃদ্ধি পায়নি। তাছাড় বর্তমানে সরকারি ঋণ সুবিধাও বন্ধ রয়েছে। অন্যদিকে আগের চেয়ে পোলট্রি ফিডস’র দামও বৃদ্ধি পেয়েছে। আগে প্রতি বস্তা পোলট্রি ফিডস’র দাম ছিল ১৫ থেকে ১৬‘শ টাকা। কিন্তু বর্তমানে সেই একই ফিডস কিনতে হচ্ছে প্রতি বস্তা ২৪ থেকে ২৫‘শ টাকায়। ফলে এ অবস্থায় দিনের পর দিন এ জনপদের মানুষ পোলট্রি শিল্পের প্রতি উদাসীন হয়ে পড়ছেন।