রংপুরে গরু চুরি করে গোপনে জবাই করার অভিযোগে মাংস বিক্রেতা মাসুম মিয়াকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে নগরীর পীরজাবাদ শেখ পাড়ায় চুরি করার সময় এলাকাবাসী গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে। চোর মাসুম একই এলাকার নুরজামানের ছেলে।
রংপুর মেট্টোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাসুম মিয়া নগরীর টার্মিনাল এলাকায় মাংস বিক্রি করতো। প্রায়ই সময় বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে গোপনে জবাই করে বিক্রি করতো সে। শুক্রবার (১৭ মে) ভোর পাঁচটার দিকে নগরীর পীরজাবাদ শেখপাড়ার মোকছেদ আলীর বাড়িতে প্রায় ২০০০০ টাকা মূল্যের একটু গরু চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পরে সে। এ সময় এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এস আই) মুর্শিদ আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোরকে আটক করে গরু উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
র্রংপুর মেট্টোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ বলেন, চোরকে আটক করা হয়েছে। গরুর মালিকের ছেলে মোফাজ্জল এ বিষয়ে মামলা দায়ের করেছেন। বিষয়টা নিয়ে অতিদ্রুত ব্যবস্থা নেওয়া হবে।