দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানী-রপ্তানী কার্যক্রমকে আরো গতিশীল করতে ও বন্দরের সকল কার্যক্রম স্বয়ংক্রিয় কম্পিউটারাইজ পদ্ধতিতে সম্পন্ন করতে ‘হিলি পাশ’ নামে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের চেকপোস্ট গেটে কাস্টমস কার্যালয়ে ফিতা কেটে ‘হিলি পাশ’ নামক কম্পিউটারাইজ পদ্ধতির কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মুহাম্মদ আমিনুর রহমান।
পরে তিনি এই কার্যক্রমের বিভিন্ন কর্মপদ্ধতি ও বন্দর দিয়ে পন্য প্রবেশ পথ সীমান্তের চেকপোস্ট গেট এলাকা পরিদর্শন করেন।
পরে হিলি শূল্ক স্টেশনের আয়োজনে স্টেশনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
রংপুর কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ আহসানুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কমিশনার আব্দুল মান্নান সরদার, জয়পুরহাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক, হিলি স্থলবন্দর আমদানী-রপ্তানী গ্রুপের সভাপতি হারুন উর রশিদ, বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যাসোসিয়েশনের সহসভাপতি আব্দুল আজিজ সহ আমদানী, রপ্তানীকারক, সিএন্ডএফ এজেন্ট ও রাজস্ব কর্মকর্তাবৃন্দ।