উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন সুস্থ্য ও স্বাভাবিক জীবন যাপন করুণ । আপনার রক্তচাপ জানুন এই শোগানে ১৭মে শুক্রবার পালিত হবে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস । এই দিবস উপলক্ষে বৃহস্পতিবার রংপুর হাইপার টেনশন এন্ড রির্সাস সেন্টার নগরির ৩টি স্পটে আয়োজন করে ফ্রি ব্লাড পেসার চেক আপ এবং কাউন্সিলিং ক্যাম্প । নগরির পার্কের মোড়, প্রেস ক্লাব এবং শাপলা চত্তর এই ৩ এলাকায় দিন ব্যাপি এই কার্যকমে ২ হাজার বিভিন্ন বয়সের নারী পুরুষ তাদের সেবা গ্রহণ করেন । এই সেবা প্রসঙ্গে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন রংপুর হাইপার টেনশন এন্ড রিসার্সস সেন্টারের মাধ্যমে খুবই কম পয়সায় রোগীদের সেবা দেয়া হয়ে থাকে । তিনি বলেন প্রতিষ্টানের জনক প্রফেসর ডা: জাকির হোসেন এই অঞ্চলের অসহায় দরিদ্র হাইপার রোগীদের নিয়মিত চিকিৎসা প্রদান যাতে পায় তার জন্য তিনি বিশেষঞ্জ চিকিৎসক নিয়োগ দিয়ে এই সেবা প্রদান করে যাচ্ছেন । তিনি আরো বলেন ২০০৮ সালে প্রতিষ্টার পর থেকে এ পর্যন্ত ২৪হাজার রোগীকে সেবা প্রদান করা হয়েছে । শুধু তাই নয় দরিদ্র রোগীদের ৩০ থেকে ৪০ ভাগ ছাড়ে এখানে প্যাথোলজি পরীক্ষা করা হয়ে থাকে । উল্লেখ এই সেবা কেন্দ্র থেকে জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ বিনা পয়সায় সব ধরনের স্বাস্থ্য সেবা পেয়ে থাকেন ।