আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শিশুদের বাজেট ভাবনা শীর্ষক সংলাপ ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।
আশাশুনি এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় শিশু ফোরামের আয়োজনে ইউপি চেয়ারম্যান, মেম্বার, ভিডিসি সদস্য ও শিশু ফোরাম সদস্যদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। বুধহাটা ইউনিয়ন শিশু ফোরাম সভাপতি রুবাইয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রকেীশলী আ ব ম মোছাদ্দেক। শিশু ফোরাম সদস্য অয়ন ব্যানার্জীর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এপিসি ম্যানেজার ম্যাথিল্ডা মেন্ডিস। ইউপি সদস্য রেজওয়ান আলি, রবিউল ইসলাম, রাফিজা খাতুন, প্রোগ্রাম অফিসার স্বপন ডেভিট শাহা, ভিডিসি সভাপতি মমিনুর রহমান, শিশু ফোারাম সদস্য শাওন হোসেন প্রমুখ।