পাবনার সুজানগরের ঘোড়াদহ গ্রামের আল-কায়েদ ডেইরি ফার্মের গো-খাদ্যে প্রতিপক্ষের লোকজন বিষ প্রয়োগ করে চারটি গরু মেরে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকালে এই ঘটনা ঘটে।
আল-কায়েদ ডেইরি ফার্মের মালিক মামুন হোসেন জানান, তিনি দীর্ঘদিন নিজস্ব জমির উপর আল-কায়েদ ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করে গরু লালন-পালন করে আসছেন। বুধবার বিকালে কোন এক সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন ফার্মের ঘাসে বিষ প্রয়োগ করে। ওই ঘাস খেয়ে ফার্মের চার গরু মারা যায়। এতে তার প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয় বলে ফার্ম মালিক মামুন জানান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জামাল উদ্দিন বলেন আমি বিষয়টি জানার পর ফার্ম পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে বিষাক্ত ঘাস খেয়েই গরু চারটি মারা গেছে। এ ব্যাপারে সুজানগর থানায় একটি অভিযোগ করা হয়েছে। থানার ইন্সপেক্টর (তদন্ত) অরবিন্দু সরকার বলেন গরুর সাথে শত্রুতা ক্ষমার অযোগ্য অপরাধ। কাজেই দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।