বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন,সরকারের ধান চাল সংগ্রহে কোন অনিয়ম ও দূর্নিতী সহ্য করা হবে না। স্বচ্ছতা ও সততার মাধ্যমে কৃষকদের নিকট থেকে ধান কিনতে হবে। এ ক্ষেত্রে খাদ্য বিভাগের কোন কর্মকর্তা-কর্মচারি এবং আওয়ামী লীগের কেউ জড়িত থাকলে কাউকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, হঠাৎ করে ধানের দাম কমে যাওয়ায় কৃষকরা বিপদে পড়েছেন। সাথে সাথে এবিষয় নিয়ে সরকার বিব্রত অবস্থায় রয়েছে। ধানের দাম কমে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, বর্তমানে ধানের উৎপাদন আগের তুলনায় অনেক বেড়ে গেছে। আগে যেখানে প্রতি বিঘায় ১২ থেকে ১৪ মন ধান উৎপাদন হতো সেখানে একই পরিমান জমিতে ২৫ থেকে ২৮ মন ধান উপাদন হচ্ছে। অতিরিক্ত শ্রমিক মজুরি, বেশি সেচ মুল্য সহ নানা কারণ ধানের দাম কমে যাওয়ার অন্যতম কারন। তিনি বলেন, জাতির পিতা কৃষক বান্ধব নেতা ছিলেন, তাঁর জম্ম শত বার্ষিকীতে আমরা একটি আধুনিক বাংলাদেশ গড়বো এই অঙ্গিকার সবাইকে করতে হবে।
বুধবার বিকেল ৫টায় খাদ্যমন্ত্রী সাধন মজুমদার বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার কেন্দ্রীয় খাদ্য গুদামে (সিএসডি) চলতি মৌসুমের ইরি-বোরো ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সান্তাহার কেন্দ্রীয় খাদ্য গুদামের ব্যবস্থাপক ইমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংগ্রহ অভিযানের উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী খাদ্য বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক মনিরুজ্জামান, সাবেক সাংসদ কছিম উদ্দীন আহম্মেদ, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ বিন রশিদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান পিন্টু প্রমূখ। এ মৌসুমে আদমদীঘি উপজেলায় ১৪ হাজার ৪৪৭ মেট্রিক টন চাল এবং ৩৬৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।