বগুড়ার নন্দীগ্রামে চলতি বোরো মৌসুমে সরকারি বরাদ্দের চাল সংগ্রহের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শারমিন আখতার।
বুধবার দুপুর ১২ টায় খাদ্য গুদাম চত্বরে এ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবণী আকতার বানু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুশফিকুর রহমান, খাদ্য পরিদর্শক মমতাজ বেগম, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি বদরুদ্দোজা তৌফিক, সাধারন সম্পাদক বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, অটো রাইচ মিলের মালিক সোহানুর রহমান, মিজানুর রহমান প্রমূখ।
চলতি বোরো মৌসুমে উপজেলার চুক্তিবদ্ধ ২৮ জন মিলারদের কাছ থেকে ৩৬ টাকা দরে ২ হাজার ৯৮১ মেট্রিক টন চাল নেওয়া হবে। এ চাল সংগ্রহ অভিযান ৯ মে থেকে আগামি ৩১ আগস্ট পর্যন্ত চলবে।