চলতি শুষ্ক মৌসুমে পাবনার সুজানগরে ভূগর্ভস্থ পানির স্তর অত্যন্ত নীচে নেমে গেছে। এতে উপজেলার প্রায় ৬ হাজার টিউবওয়েল বন্ধ হয়ে গেছে। আর ওই সকল টিউবওয়েল বন্ধ হয়ে যাওয়ায় ফলে উপজেলার বিভিন্ন গ্রামে সুপেয় পানির তীব্র সঙ্কট দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় শিক্ষা প্রায় ৬০ হাজার হস্তচালিত টিউবওয়েল রয়েছে। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে প্রায় ৫৫ হাজার এবং সরকারি পর্যায়ে ৫ হাজার টিউবওয়েল রয়েছে। প্রচ- তাপদাহের কারণে ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক নীচে নেমে যাওয়ায় সরকারি এবং ব্যক্তি পর্যায়ের প্রায় ৬হাজার টিউবওয়েল বন্ধ হয়ে গেছে। বিশেষ করে উপজেলার জোনা, ক্ষেতুপাড়া, কাদোয়া, কাকিয়ান, মানিকহাট, তারাবাড়ীয়া, কুড়িপাড়া, এবং মোমিনপাড়াসহ বিভিন্ন গ্রামে তীব্র পানি সঙ্কট দেখা দিয়েছে। পানির অভাবে ওই সকল গ্রামের হাজার হাজার পরিবার রান্নাবারিসহ দৈনন্দিন কাজ-কর্মে দুর্ভোগ পোহাচ্ছেন। পানির চাহিদা মেটাতে ভুক্তভোগী পরিবারের লোকজন ছুটে যাচ্ছেন দূর-দূরান্তের টিউবওয়েলে। তবে দূর-দূরান্তের টিউবওয়েল থেকে টেনে আনা পানি দিয়ে রান্না এবং খাওয়ার চাহিদা মিটলেও গোসলসহ অন্যান্য চাহিদা মিটছেনা। জোনা গ্রামের রওশন আলীর স্ত্রী ছালেহা খাতুন জানান, প্রচ- খরায় গত ১০/২দিন তার টিউবওয়েলে পানি উঠা বন্ধ হয়ে গেছে। ফলে সে দূরে অন্যের টিউবওয়েল থেকে পানি টেনে এনে খাচ্ছেন। কোথাও কোথাও গভীর নককূপেও পানি উঠছে না। এতে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে উপজেলার মানিকহাট গ্রামের কৃষক মোতালেব হোসেন জানান। এ ব্যাপারে জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন প্রতি বছর এ সময় ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক নীচে নেমে যায়। এতে বেশিরভাগ টিউবওয়েলে পানি খুব কম উঠে। তবে ভারি বৃষ্টি হলে আবার আগের মতোই পানি উঠবে।