পাবনায় শ্বাশুড়ী-ননদের আগুনে দগ্ধ শজি খাতুন (৩২) অবশেষে মারা গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে জেলার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন মাসুমদীয়া ত্রিমোহনী গ্রামের মালয়েশিয়া প্রবাসি ছুরমান মন্ডলের স্ত্রী।
আমিনপুর থানার কর্মকর্তা ইনচার্জ মমিনুল ইসলাম (পিপিএম) জানান, মালয়েশিয়া প্রবাসি ওই ছুরমান আলী বিদেশ থেকে থেকে প্রতি মাসে তার বোন সামেলা খাতুনের একাউন্টে ১৫/২০হাজার করে টাকা পাঠান। সামেলা খাতুন সেই টাকা থেকে প্রতি মাসে তার ভাবী ওই শজি খাতুনকে মাত্র ৩ হাজার করে টাকা দেন। কিন্তু সামান্য ওই টাকায় তার সংসার চালানো সম্ভব হয়না। আর এ নিয়ে মাঝে-মধ্যেই শ^াশুড়ী-ননদ, ভাসুর ও জায়ের সাথে শজি খাতুনের ঝগড়া হয়। সর্বশেষ গত ৯ মে ভোররাতে একই বিষয় নিয়ে শুজির সাথে তার শ^াশুড়ী, ননদ সামেলা ও ভাসুরের বউয়ের প্রচ- কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে শজির শরীরে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। তার চিৎকারে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সাতদিন চিকিৎসাধীন অবস্থায় ওইদিন তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন আগুনে প্রবাসির স্ত্রী শজি খাতুনের শরীরের পঞ্চাশ ভাগের বেশি পুড়ে যাওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সত্ত্বেও বাঁচানো সম্ভব হলোনা। এ ব্যাপারে আমিনপুর থানায় মামলা হলে পুলিশ ঘটনার দিনই ননদ ওই সামেলা খাতুনকে আটক করে।