কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাউদ আলী মোড়ল (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কুশুলিয়া গ্রামের মোহাম্মদ সহর আলী মোড়লের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ মে) সকাল ৮ টার দিকে দাউদ আলী মোড়ল বাড়ির পাশর্^বর্তী গাছে কাঁঠাল পাড়তে ওঠেন। এ সময় গাছের ডালে বিদ্যুতের ক্ষতিগ্রস্ত তারের সংস্পর্শ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দাউদ আলীকে অচেতন অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় পথিমধ্যে তিনি মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে থানার উপপরিদর্শক আইনুদ্দীন বিশ্বাস ঘটনাস্থলে যেয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে (মামলা নম্বর: ১৫)।