ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাও গ্রামে ১২মে সন্ধায় রেহেনা বেগম(৩০) নামের দুই মেয়ে এক ছেলে, ৩ সন্তানের জননী বিষ পানে আতœহত্যা করেছে।
একালাকাবাসী জানায় ১২ মে রবিবার সন্ধায় ধান সিদ্ধ করার সময় স্বামী স্ত্রীতে কথাকাটা কাটি হয় সেই রাগে গোপনে রেহেনা বেগম বিষপান করে। বিষের জ¦ালায় ছটফট করতে থাকলে। রেহেনাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালে ১৩ মে সোমবার সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
রেহেনার স্বামী কাহালগাও গ্রামের শামচুল হকের পুত্র শফিকুল ইসলাম শফিক, একই গ্রামের ইছুব আলীর কন্যা রেহেনা বেগম।