মা দিবস-২০১৯ উপলক্ষে আশাশুনিতে মহিলা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম। মহিলা দপ্তরের ট্রেইনার সারমিন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা য্বু উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, সমবায় কর্মকর্তা মোঃ করিমুল হক, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিব, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য কল্যাণী রানী সরকার প্রমুখ। উপজেলার বিভিন্ন মহিলা সংগঠনের নেতৃবৃন্দসহ মহিলাদের অংশগ্রহণে সভায় ‘মা’ তথা নারী সম্প্রদায়ের মর্যাদা ও অধিকার রক্ষায় সামাজিক দায়বদ্ধতা, রাষ্ট্রীয় বিধিবিধান ও ধর্মীয় অধিকার নিয়ে আলোচনা করা হয়। যাতে আর কোন মা ও মায়ের জাতের কোন অসম্মান, অমর্যাদা ও অবহেলা-অযতœ না হয় সে ব্যাপারে সকলকে সজাগ হতে সচেতন করা হয়।