সন্ত্রাসী, মাদকসেবী ও চাঁদাবাজদের ধিক্কার জানিয়ে এর সাথে জড়িতদের গ্রেফতার ও জড়িতদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিতে আশাশুনিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার সকাল ১০ টায় আশাশুনি থানা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ, সুশীল সমাজ ও হাট বাজার ব্যবস্থাপনা কমিটির যৌথ উদ্যোগে আহূত মানববন্ধন কর্মসূচি চলাকালে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন। যুবলীগ নেতা সাংবাদকি এম এম সাহেব আলির সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, জাপা নেতা জহুরুল হক, হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি প্রদর্শক ইয়াহিয়া ইকবাল, স্বেচ্ছাসবেকলীগ সভাপতি এস এম সাহেব আলি, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, পুজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্য, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডাঃ আশুতোষ রায়, প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারী আবুল কালাম আজাদ, প্যানেল চেয়ারম্যান যুবলীগ নেতা শাহিনুর আলম, ইউপি সদস্য তরিকুল আওয়াল সেজে, সন্তোষ কুমার মন্ডল, মিজানুর রহমান, তারক চন্দ্র মন্ডল, পারুল আক্তার প্রমুখ। বক্তাগণ, আশাশুনিতে মাদক দ্রব্যের বেচাকেনা ও মাদকাসক্ততা নির্মূল করা, সন্ত্রাস-নাশকতা ও চাঁদাবাজীর মত চরম ্আইন বিরোধী কার্যক্রম বন্ধে প্রশাসনের আশু হস্তক্ষেপ কমানা করেন।