কলারোয়া সীমান্তে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। রোববার ভোর রাতে উপজেলার গাড়াখালী সীমান্তের জোড়াপুকুর স্থান থেকে ওই ফেনসিডিল উদ্ধার করে কাঁকডাঙ্গা বিওপির সদস্যরা। কাঁকডাঙ্গা বিওপির হাবিলদার নুর আলম জানান-এবিষয়ে কলারোয়া থানায় ৫জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিলের বাজার মূল্যে ৪০ হাজার টাকা বলে জানা গেছে।