দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অধিপ্তরের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগীতায় বিশ^ মা দিবসে র্যালী, আলোচনা সভা, স্বপ্নজয়ী মা সম্মাননা, কুইজ প্রতিযোগীতা এবং সনদপত্র বিতরন করা হয়েছে। শুরুতে র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এ সময় প্রধান শিক্ষক মদন মোহন পাল, আইডিয়ালের নির্বাহী পরিচালক ডাঃ নজরুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আবদুর রব লিটু, সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে স্বপ্নজয়ী মা সম্মাননা, কুইজ প্রতিযোগীতা এবং সনদপত্র বিতরন করা হয়েছে।