ছেলেধরা ও রোহিঙ্গা সন্দেহে আরও ৩ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। শনিবার সন্ধ্যার পর উপজেলার মৌতলা, নাজিমগঞ্জ ও রতনপুর থেকে ওই তিনজনকে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের থানায় নিয়ে আসে।
থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, গত শনি ও রবিবার বিভিন্ন স্থানে জনতার হাতে আটক মোট ১১ জনকে আটকের খবর পেয়ে তাদেরকে থানায় আনা হয়। যাচাই বাছাই করে তাদের মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। এর মধ্যে একজনকে তার পিতার কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। অপর ১০ জনকে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, জনগণ অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত হয়ে ভারসাম্যহীন নারী পুরুষকে আটক করছে। কিছু কিছু ক্ষেত্রে আটককৃতদের মারধর করা হচ্ছে যা অত্যন্ত দু:খজনক। তিনি সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত পুলিশকে তথ্য প্রদান এবং আটককৃতদের মারধর না করতে আহ্বাণ জানিয়েছেন।