কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডিতে প্রায় এক মাস ধরে কুষ্টিয়া পলী বিদ্যুৎ সমিতির আওতায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে জনগণের মাঝে সস্থি আর হতাশা দূর হলেও এখনও লো ভোল্টেজের কবলে জন জীবন বিপর্যস্ত। প্রায় অর্ধ-লক্ষাধিক বাসিন্দাদের এই ভোগান্তি যেনো পিছু ছাড়ছে না। এই গ্রীষ্মের প্রচন্ড তাপদাহে যেখানে গরমে প্রাণীকুল হাঁসফাঁস খাচ্ছে সেখানে লো ভোল্টেজের কবলে জন জীবন অনেকটাই স্থবিরতায় নাজেহাল তৈরি করেছে। সরজমিনে পরিদর্শন করলে দেখা যায়, উপজেলার খলিসাকুন্ডি স্কুল বাজারসহ বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক বাল্ব গুলো সন্ধ্যা থেকেই জোনাকির আলোর মতো মিটিমিটি করে জ¦লছে। লো ভোল্টেজের জন্য আলো স্বল্পতায় কোমলমতি শিশু থেকে শুরু করে স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়াও লো ভোল্টেজের প্রভাবে বৈদ্যুতিক পাখা (ফ্যান) স্বাভাবিকের মতো ঘুরে না। একাধিক ফ্যানের ব্যবস্থা করা হলেও তীব্র গরমে অতিষ্ঠ হতে হয়। দৈনন্দিন জীবনে ব্যবহার করা ফ্রীজ, আয়রন, পানি উত্তোলনের মোটর, কম্পিউটার সহ বিভিন্ন ব্যবহার্য লো ভোল্টেজের প্রভাবে যান্ত্রিক ত্রুুটি সহ ক্ষতি সাধন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই ব্যাপারে খলিসাকুন্ডি এলাকার কয়েকজন ছাত্র ছাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, লো ভোল্টেজের জন্য গরমে ফ্যানের বাতাস আগের মতো ঘুরে না। আলো কম হওয়ায় পড়াশোনা করতে পারি না। খলিসাকুন্ডি স্কুল বাজারের কয়েকজন কম্পিউটার ব্যবহার কারীরা জানান, লো ভোল্টেজ এর কারণে কোন কাজ করা যায় না, দিনের মধ্যে কতবার যে কম্পিউটার বন্ধ হয়ে যায় তার কোন হিসাব নেই আর সন্ধা হলেই তো কম্পিউটার চলেই না। এদিকে কম্পিউটারের উপর নির্ভরশীল ব্যবসা প্রতিষ্ঠান গুলো ক্ষতির সম্মুখিন হচ্ছে। তাই দ্রত লো ভোল্টেজের ভোগান্তি নিরসন করার জন্য কুষ্টিয়া পলী বিদ্যুৎ সমিতির সংশিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছে খলিসাকুন্ডি বাসী। এলাকা বাসিন্দাদের দাবী যত দ্রত সম্ভব ওই ভোগান্তি নিরসন করা জরুরী।