কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামের মরহুম ওসমান হালসানার ছলে ও জাতীয় দৈনিক ”আজকালের খবর”প্রত্রিকার দৌলতপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পিতা আবদুল করিম হালসানা (৮০) বার্ধক্য জনিত কারণে ১১ মে শনিবার বেলা ২টার সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন, (্ইন্না লিল্লাাহী ---- রাজিউন)। বাদ আসর বিকেল সাড়ে ৫ টার সময় মরহুমের জানাজার নামাজ এলাকার ডাকপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। স্থানীয় গন্যমান্য ব্যাক্তি,বন্ধু-বান্ধব, সুভাকাংখী গণ জানাজায় অংশগ্রহণ করেন। মৃত্যু কালে মরহুমের ২ পুত্র, ৫ কন্যা ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে দৈনিক ”আজকালের খবর”প্রত্রিকার দৌলতপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পিতা মরহুম আবদুল করিম হালসানার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৌলতপুর প্রেসক্লাব, আল্লার দর্গা প্রেসক্লাব ও দৌলতপুর রির্পোটাস ক্লাবের সাংবাদিক গণ।