কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন বর্তমান সরকারের আমলে কৃষি ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটেছে। তাই সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নে নিরলোশভাবে কাজ করে যাচ্ছে। কয়রার কৃষকদের জন্য ইজাদারকৃত খালগুলো উন্মুক্ত করে দিয়ে মিষ্টি পানির ব্যবস্থা করা হবে। যা কৃষকদের অনেক কাজে আসবে। তিনি গতকাল শনিবার সকাল ১০ টায় মঠবাড়ি এলাকায় সরেজমিন গবেষনা বিভাগ বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সটিটিউট খুলনার উদ্যোগে লবনাক্ততা জমিতে বারি হাইব্রিড ভুট্রা-১৩ এর উৎপাদনশীলতা প্রদর্শন এর উপর মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। সরেজমিন গবেষনা বিভাগ খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক চিনময় রায়, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নুর-ই আলম ছিদ্দিকী, উপজেলা আওয়ালীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, কৃষি কর্মকর্তা এস এম মিজান মাহমুদ, কয়রা থানার কর্মকর্তা ইনচার্জ তারক বিশ্বাস ও মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্যাহ আল মামুন লাভলু। সরেজমিন গবেষনা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তফা কামাল শাহাদাতের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন বৈজ্ঞানিক সহকারি মোঃ জাহিদ হাসান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ফারুক হোসেন, স্থানীয় কৃষক আঃ রশিদ, মোঃ ফারুক হোসেন, ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কৃষকরা জানায় এই প্রথম লবনাক্ততা জমিতে বারি ভুট্রা-১৩ চাষ করে তারা ভাল ফলন উৎপাদন করতে পেরেছে। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্থানীয় কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।