আবারও বিজ্ঞাপনচিত্রে এসেছেন ক্রিকেটার তাসকিন আহমেদ। এবার তার সঙ্গে আছেন অভিনেত্রী সাবিলা নূর। স্মার্টফোন ব্র্যান্ড ‘অপো’র জন্য মডেল হয়েছেন তারা। রমজান ও ঈদ উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলোতে প্রচার হবে তাদের এই বিজ্ঞাপনচিত্রটি।
এ বিজ্ঞাপনচিত্র নিয়ে অপো বাংলাদেশের পাবলিক রিলেশন্স ম্যানেজার ইফতেখার সানি বলেন, ‘তাসকিন আহমেদ ও সাবিলা নূর এর সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত। ঈদ আমাদের সামাজিক জীবনের জন্য অনেকভাবেই গুরুত্বপূর্ণ। প্রিয়জনদের সাথে স্মৃতি ধরে রাখার জন্যে দারুণ একটি উপলক্ষ এই আনন্দমুখর উৎসব। সব প্রিয়জনদের একসাথে হওয়ার এ উৎসবের ভালোবাসার ও আবেগের মুহূর্তর অমূল্য স্মৃতি ধরে রাখার বিষয়টি ক্রেতাদের মনে করিয়ে দিতেই আমরা বেছে নিয়েছি এমন একটি গল্প।’বিজ্ঞাপনটির গল্পে উঠে এসেছে বিদেশ ফেরত এক তরুণীর কথা। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে বিদেশি বন্ধুকে নিয়ে দেশে ফিরে আসে একটি মেয়ে। বাড়িতে পা দেওয়া মাত্রই বিদেশি সেই বন্ধুটি একে একে উপহার দিতে থাকে। প্রতি উপহারে প্রিয়জনদের চমকে যাওয়া অভিব্যক্তির মুহূর্ত মেয়েটি ধারণ করে নেয় তার অপোর ক্যামেরায়।
সাবিলা বলেন, ‘বন্ধুত্বের বন্ধন আর যে মুহূর্তগুলোর জন্যে আমাদের বেঁচে থাকা- এ বিষয়গুলোই উঠে এসেছে দারুণ এ বিজ্ঞাপনটিতে।’