মৌখিকভাবে সতর্ক করার পাশাপাশি বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও রাজশাহী নগরীর খাবার হোটেলগুলোতে ভোক্তাদের জন্য মানসম্মত পরিবেশ ফিরিয়ে আনা যাচ্ছে না। বারংবার নির্দিষ্ট কিছু খাবার হোটেলে অভিযান চালানো হলেও নামমাত্র জরিমানা দিয়ে পার পেয়ে যাচ্ছে এসব অসাদু ব্যবসায়ীরা। যে কারণে ভোক্তাদের জন্য মানসম্মত পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে মোটা অংকের অর্থদন্ডের পাশাপাশি এসব অসাধু ব্যবসায়ীদের কারাদন্ড নিশ্চিতের দাবি উঠেছে। তবে ইতিমধ্যেই বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত র্যাব কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোটা অংকের জরিমানা আদায় করায় রাজশাহী নগরীর অসাধু ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আর খবরটি শুনে র্যাবকে সাধুবাদ জানানোর পাশাপাশি এমন অভিযান সারাবছরই অব্যাহত রাখার আহবান জানিয়েছেন নগরবাসী।
জানা গেছে, র্যাব-৫ রাজশাহীর কোম্পানি কমান্ডার মাইনুল ইসলামের (অতিরিক্ত পুলিশ সুপার) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পঁচা ও বাশি খাবার রাখার দায়ে বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত নানকিং চাইনিজ রেস্তুরেন্ট কর্তৃপক্ষকে ২ লাখ টাকা, লক্ষ্মীপুর মোড়ের তৃপ্তি হোটেলকে ৭৫ হাজার ও পাশ্ববর্তি হোটেল ক্যাফে রাজ কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিজামউদ্দিন জানান, অভিযানে তিনটি হোটেলকে তিন লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তাদের সৃষ্ট অনিয়মগুলো দেখিয়ে দেয়া হয়। জরিমানার পাশাপাশি তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। যদি আগামীতেও তাদের হোটেলগুলোতে এমন পরিবেশ অব্যাহত থাকে তবে কঠিন শাস্তি প্রয়োগ করা হবে। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য হোটেল ও বিপণি বিতানগুলোতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে কোম্পানি কমান্ডার মাইনুল ইসলাম বলেন, পবিত্র রামজান মাসে ভোক্তাদের অধিকারের বিষয়টি মাথায় রেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করা হয়েছে। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, রান্নার কাঁচামাল পঁচা ও বাশিসহ হোটেলগুলোর পরিবেশ নোংরা থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই অর্থদন্ড প্রদান করা হয়। একই সাথে হোটেলগুলোর মান উন্নয়নে কর্তৃপক্ষকে সতর্ক করে দেয়া হয়। পরবর্তিতে এসব হোটেলে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে।
কোম্পানি কমান্ডার বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে নামিদামি এসব হোটেলের রান্নাঘরগুলোতে তেলাপোকার অবাধ বিচরণ দেখা গেছে। সেই নোংরা রান্না ঘরে খাবার না ঢেকেই ফেলে রাখার দৃশ্য দেখা যায়। বহুদিন থেকে পরিস্কারহীন ফ্রিজের মধ্যে সংরক্ষিত মাছ-মাংসগুলো পুরোনো ও পঁচা পাওয়া গেছে।
এদিকে অভিযানের পর রাজশাহীর সুনামধন্য দই ও মিস্টি উৎপাদনকারী কোর্ট হড়গ্রাম এলাকার অলিম্পিয়া সুইট্্স-এ গিয়ে ক্রেতারা ফিরে আসছেন। কারণ, পরিষ্কার পরিচ্ছন্ন কাজে তারা ব্যস্ত রয়েছেন। যে প্রতিষ্ঠানটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কতৃক প্রায়ই ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে অর্থদন্ড প্রদান করা হয়। কিন্তু প্রতিষ্ঠানটির ভাব ভঙ্গিমায় মনে হয় নামমাত্র অর্থদন্ডের কারণে তাদের কিছুই সমস্যা হয়না। এ বিষয়ে অলিম্পিয়া সুইট্্স-এর দুইজন কর্মচারী নাম প্রকাশ না করার সর্তে বলেন, ‘১০-২০ হাজার টাকা জরিমানা করে এতবড় প্রতিষ্ঠানের কিছুই হবেনা। এসব জরিমানার টাকা নাড়ির (দই মিস্টি পাতিলের) নীচেই থাকে। আর এসব পরিষ্কার লোক দেখানো ছাড়া কিছুই নয়, ক্রেতারা ঘুরে গেলেও তাদের মাথায় একটি ম্যাসেজ যাচ্ছে কারখানা চালু হলেই এবার ভাল গুনগত সম্পন্ন জিনিস পাব। বিষয়টি কিন্তু সেটি নয়, শুধু আই ওয়াস। এরপর মালিক একঝুলে কয়েকগুন ব্যবসা করে নিবে ভাই। আর আমরা চাইলেই শুধু মালিকের নাই খাই অবস্থা হয়ে যায়।’
এদিকে নগরবাসীর অভিযোগ, প্রতি বছর রমজানে হোটেলগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রকাশ্য এই অনিয়মগুলোর কারণে প্রতিবারই হোটেলগুলোকে শুধুমাত্র নাম মাত্র অর্থদন্ড প্রদান করে ছেড়ে দেয়া হয়। ফলে তারা অনিয়ম করেও শুধু অর্থের জোরে ছাড় পাচ্ছেন।