পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে বিজয়ী রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম আগামি ১৩ই মে (২০১৯) সোমবার দায়িত্বভার গ্রহণ করবেন। ১৩ই মে বিকেলে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী ১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ¦ ওমর ফারুক চৌধুরী।
এছাড়াও প্রাশাসনিক রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্নস্তরের সুধিজন উপস্থিত থাকবেন।
এছাড়াও নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি দায়িত্ব গ্রহণ করবেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বলেন, জনগণের ভোট দ্বারা নির্বাচিত হয়েছি জনগণের দোয়া নিয়েই দায়িত্ব গ্রহণ করতে চাই। যাতে করে দেশ, দশের সেবা সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীরর বিভিনবিভিন্ন উন্নয়ন কর্মকা-ে সহযোগিতা করতে চাই।