খুলনার পাইকগাছা থানা ও ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইউপি সদস্য সহ ৪ ব্যক্তিকে আটক করছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
থানা পুলিশ সূত্র জানান, বুধবার গভীর রাতে উপজেলার লতা ইউপি'র শামুকপোতা বাজাস্থ চৌরাস্থা মোড়ে থেকে মফিজুল গাজী ও আজিবর শেখ কে ২শ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। এ সময় কৌঁশলে হরিচাঁদ শিকারী ও সমিরন সানা নামে দু’মাদক বিক্রেতা পালিয় যায়। অভিযানে ছিলেন এসআই মহিউদ্দীন আহম্মেদ, এএসআই মিরাজ, কনস্টেবল মোহাম্মদ আলী, হেলাল খাঁন ও সবুজ।
অন্যদিকে খুলনা ডিবি পুলিশ বুধবার রাতে উপজেলার দেলুটি ইউনিয়নের জামতলা বাজার থেকে গাঁজা সহ এক ইউপি সদস্য ও অপর একজনকে আটক করেছেন। আটককৃতরা হলেন ইউপি সদস্য ও ডুমুরিয়া উপজেলার ঘুরুনিয়া গ্রামের মিলন কান্তি বালা ও মাগুরখালী গ্রামের হিমাংশু সরকার।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) এমদাদুল হক শেখ জানান, মাদক বিরোধী অভিযানের পৃথক দুটি ঘটনায় থানায় মামলা হয়েছে, যার নং-১০ ও ১১।