ঢালিউডের জনপ্রিয় মুখ অপু বিশ্বাস বর্তমানে দু’টি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। একটির নাম দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ এবং অন্যটি ভারতের নির্মাতা সুবীর মন্ডলের ‘শর্টকাট’। এ দুটি ছবির কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি মাঝেমধ্যে কিছু বাছাই করা করপোরেট শোতে অংশ নিচ্ছেন এই চিত্রনায়িকা। অন্যদিকে তার একমাত্র সন্তান আব্রাম খান জয় স্কুলে নিয়মিত যাওয়া-আসা করছে এখন।
অপু বিশ্বাস বলেন, আমার অবসর সময় কাটে আব্রামকে নিয়ে। তাকে স্কুলে নিয়ে যাওয়া এবং স্কুল থেকে নিয়ে আসা এ কাজগুলো করতে ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি আমি। আর পড়াশুনায় ভীষণ মনোযোগী আব্রাম। এবার ঈদে তাকে নিয়ে বিদেশে ঘুরে বেড়ানোর পরিকল্পনা রয়েছে। আমি চাই দেশের বাইরের সংস্কৃতির সাথে পরিচয় হোক আব্রামের। আর বিদেশে গেলে অনেক কিছু জানতে ও শিখতে পারবে। আমি তাকে নিয়ে এ রকম বেশকিছু পরিকল্পনা করছি। সব ঠিক থাকলে মা ও ছেলে এবার ঈদ দেশের বাইরে কাটানোর পরিকল্পনা নিয়েছি। তবে কোন দেশে যাব তা এখনো চুড়ান্ত করিনি।