অভিনেতা তৌসিফ মাহবুব ও সাবিলা নূর রিলেশনে ব্রেকআপ টানেন। দু’জনেই দু’জনকে শর্ত দেন এক সপ্তাহের মধ্যে তারা আরও ভালো ছেলে এবং মেয়ের সঙ্গে প্রেম করবেন। কিন্তু এই চ্যালেঞ্জে কে এগিয়ে থাকবে? দু’জনেই রিলেশন ব্রেকআপের পর বন্ধু-বান্ধবদের কাছে বিভিন্নভাবে অপমানিত হচ্ছেন। এমনি এক মজার গল্প নিয়ে আসছে ঈদের জন্য নির্মাণ হলো নাটক ‘লাস্ট ব্রেকআপ’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি।